ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না পিভি সিন্ধুর। বুধবার মালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতীয় তারকা শাটলার। ভিয়েতনামের নগুয়েন থুই লিনের বিরুদ্ধে তিন গেমে লড়াইয়ে বশ মানেন সিন্ধু। খেলার ফল ১১-২১, ২১-১৪, ১৫-২১। শুরু থেকেই ছন্দহীন ছিলেন হায়দরাবাদি শাটলার। প্রথম গেম হারলেও দ্বিতীয় গেমে ম্যাচে ফেরেন সিন্ধু। কিন্তু শেষরক্ষা হয়নি।
এদিকে, দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন এইচ এস প্রণয়। এক ঘণ্টা ২২ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন পুরুষ তারকা। পঞ্চম বাছাই জাপানের কেন্টা নিশিমোতোকে ১৯-২১, ২১-১৭, ২১-১৬ গেমে হারালেন প্রণয়। সহজ জয় পেলেন সতীশ করুণাকরণ। মাত্র ৩৯ মিনিটে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে ২১-১৩, ২১-১৪ ব্যবধানে জয় লাভ করেন তিনি। ম্যাচের পর প্রণয় বলেন, ‘কঠিন ম্যাচ ছিল। শেষ পর্যন্ত জয় পাওয়ায় খুশি। ছন্দ ধরে রাখতে হবে।’