নিজস্ব সংবাদদাতা, ১৬ জুন, কলকাতা: Bengal Pro T20 লিগের দ্বিতীয় সংস্করণ থেকে ছিটকে গেলেন বাংলা তারকা শাহবাজ আহমেদ। রাঢ় টাইগার্সের অধিনায়ক স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান। হাড় সরেছে। ফলে চলতি বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে তাঁর খেলার সম্ভাবনা নেই। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সেভাবে ভাল খেলতে পারেননি। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে ভালো খেলে ফিরতে চেয়েছিলেন। কিন্তু এই চোট তাঁকে পিছিয়ে দেবে।
এদিকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের দ্বিতীয় মরসুম বৃষ্টিস্নাত হতে চলেছে। বুধবার বৃষ্টির কারনে কলকাতা টাইগার্স এবং শিলিগুড়ি স্ট্রাইকার্সের ম্যাচটি পুরো শেষ করা যায়নি। কলকাতা টাইগার্স ব্যাট করতে পারলেও শিলিগুড়ি স্ট্রাইকার্সের ইনিংস শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। তারপর আর শুরু করা যায়নি।ফলে দুদলই একটি করে পয়েন্ট পায়। ইতিমধ্যে ছেলে এবং মেয়েদের বেশ কয়েকটি খেলা বৃষ্টি বিঘ্নিত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সমুদ্রে ঘনীভূত নিম্নচাপ। ফলে চলতি সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলোতে।শাকিব হাবিব গান্ধীর ঝোড়ো ৭৩ রানে ভর দিয়ে হাওড়া ওয়ারিয়ার্স দুরন্ত জয় তুলে নিয়েছে মেদিনীপুর উইজার্ডের বিরুদ্ধে। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেলেন শাহবাজ আহমেদ। রাঢ় টাইগার্সের অধিনায়ক স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান। হাড় সরেছে। ফলে চলতি বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে তাঁর খেলার সম্ভাবনা নেই। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সেভাবে ভালো খেলতে পারেননি। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে ভালো খেলে ফিরতে চেয়েছিলেন। কিন্তু এই চোট তাঁকে পিছিয়ে দেবে।
এদিকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের দ্বিতীয় মরসুম বৃষ্টিস্নাত হতে চলেছে। বুধবার বৃষ্টির কারনে কলকাতা টাইগার্স এবং শিলিগুড়ি স্ট্রাইকার্সের ম্যাচটি পুরো শেষ করা যায়নি। কলকাতা টাইগার্স ব্যাট করতে পারলেও শিলিগুড়ি স্ট্রাইকার্সের ইনিংস শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। তারপর আর শুরু করা যায়নি।ফলে দুদলই একটি করে পয়েন্ট পায়। ইতিমধ্যে ছেলে এবং মেয়েদের বেশ কয়েকটি খেলা বৃষ্টি বিঘ্নিত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সমুদ্রে ঘনীভূত নিম্নচাপ। ফলে চলতি সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলোতে।শাকিব হাবিব গান্ধীর ঝোড়ো ৭৩ রানে ভর দিয়ে হাওড়া ওয়ারিয়ার্স দুরন্ত জয় তুলে নিয়েছে মেদিনীপুর উইজার্ডের বিরুদ্ধে।
সিএবি অবশ্য আরও জমকালোভাবে বেঙ্গল প্রো টি টোয়েন্টি করার ভাবনায়। ইতিমধ্যে সুনীধি চৌহানের গানের অনুষ্ঠান দিয়ে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধন হয়েছে। সেমিফাইনালে উপস্থিত থাকতে পারেন সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর। ফাইনালে যুবরাজ সিং,সুর্যকুমার যাদব ছাড়াও থাকতে পারেন টেনিস তারকা মহেশ ভূপতি।