নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২১ সেপ্টেম্বর: তীরে গিয়ে তরী ডুবল বালি নারায়ন স্কুলের। অনূর্ধ্ব -১৪ বিভাগের ফাইনালে তারা পরাজিত হয় হাওড়া সেন্ট থমাস স্কুলের বিরুদ্ধে ।
এই প্রতিযোগিতায় আটটি স্কুল অংশগ্রহণ করে। ফুটবল বাঙালির প্রাণের খেলা।। বাংলা মাধ্যম স্কুলে অনেক বিদ্যালয় ফুটবল টিম আছে। কিন্তু ইদানিং ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও ফুটবল টিম গড়ে উঠেছে এবং তারা দায়িত্ব নিয়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট করছে। এর ফলে উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ফুটবলের ব্যাপারে উৎসাহী হয়ে উঠছে।
অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ডানকুনির শিশু তীর্থ স্কুল। ফাইনালে তারা হাওড়ার সেন্ট অগাস্টিং স্কুলকে পরাজিত করে।



