- নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ১০ জুন: ফের হার ভারতের। এবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের কাছে ০-১ গোলে। ম্যাচটা ৩-৪ গোলে জিততেও পারত, তবে অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল ব্লু- টাইগার্সদের। শেষ মূহুর্তে ভারতের গোলকিপার বিশালের ভুলে হাতছাড়া হল ম্যাচ। এই বিশালই আইএসএলের মঞ্চে পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছেন।
এই হারের পর প্রশ্ন উঠেছে মানোলো মার্কুয়েজের ম্যাচের স্ট্রাটেজি নিয়েও। অপরদিকে হংকংয়ের কোচ ছিলেন অতীতে বেঙ্গালুরু এফসিতে কোচিং করিয়ে যাওয়া অ্যাশলে ওয়েস্টউড। তিনি বুঝিয়ে দিলেন কোথায় কোথায় পার্থক্য।
এদিন প্রথম থেকেই বেশ আক্রমনাত্মক খেলে হংকং। ভারত কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন আশিস, লিস্টনরা। দ্বিতীয়ার্ধে দু’পক্ষই একাধিক সুযোগ নষ্ট করে। বার বার প্রশ্ন উঠছে সুনীল ছেত্রীকে অবসর নিয়েও কেন ফিরে আসতে হয়, তা বুঝিয়ে দিচ্ছিলেন ফুটবলাররা। শেষ মূহুর্তে বিশালের ভুলে হংকং পায় পেনাল্টি। বক্সের মধ্যেই ভুল করে বসেন তিনি। হংকংয়ের হয়ে পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দো পেরেইরা। এই গ্ৰুপে সবার শেষে রয়েছে ভারত।