Home ক্রিকেট বিরাটদের বিজয় উৎসবে বলি ১১, গুরুতর আহত বহু
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু, ৪ জুন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দীর্ঘ ১৭ বছরের অপেক্ষায় অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। অধরা মাধুরীর স্পর্শে বেঙ্গালুরু গর্বিত হলেও কলঙ্কিত অধ্যায় রচিত হল বিজয় উৎসবে।
দীর্ঘ প্রত্যাশাকে বুকে বেঁধে বছরের পর বছর আইপিএল খেতাব জয়ের আশায় যেভাবে কাল অতিক্রান্ত করেছেন বেঙ্গালুরু সমর্থকরা তাতে বিজয় উৎসব স্বাভাবিক ছিল কিন্তু সেই উৎসবই যে বেদনার রূপ নেবে তা হয়তো গুনাহ্ করে ওঠের পাননি দেশের কোটি কোটি ক্রীড়া প্রেমী মানুষ।
বিরাট কোহলিদের এই সাফল্য সেলিব্রেট করার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কর্ণাটক রাজ্যে ক্রিকেট এসোসিয়েশন। এই সেলিব্রেশনে যে হারে সাধারণ মানুষ অংশ নেয় তা নিয়ন্ত্রণ করতে গিয়ে রীতিমতো বল প্রয়োগ করতে হয় কর্ণাটক পুলিশকে। এরই মাঝে ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা। পদকৃষ্ট হয়ে প্রাণ হারান এগারো জন যার মধ্যে ছিল একজন শিশুও। এছাড়া যা খবর কর্ণাটক থেকে আসছে তাতে বহু জন গুরুতর আহত। বিরাটদের বিজয় উৎসবের বলির সংখ্যা আরও বাড়তে পারে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
মর্মান্তিক এই ঘটনার জন্য বিজেপি’র নিশানায় কর্ণাটকের ক্ষমতায় থাকা কংগ্রেস। কর্নাটকের রাজ্য বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, কংগ্রেস সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। ন্যূনতম কোনও ব্যবস্থাপনাই ছিল না। শুধুই বিশৃঙ্খলা। কর্ণাটক সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত হওয়ার এবং শৃঙ্খলা রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগেই বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের তরফ থেকে টুইটে জানানো হয়েছে সেলিব্রেশনের কারণে গোটা শহরে বিরাট যানজট তৈরি হয়েছে।