ইস্টবেঙ্গল এবং অস্কার ব্রুজনের সম্পর্কের মেয়দা বাড়ল আরও এক বছর। স্প্যানিশ কোচের সঙ্গে এক বছরের চুক্তি সই করল ইস্টবেঙ্গল ক্লাব। গত মরসুমে কার্লেস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া দলের দায়িত্ব অস্কারের হাতে তুলে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজেন্ট। বসুন্ধরা কিংস থেকে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়া অস্কার ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে তুলতে না পারলেও খাদের কিনারা থেকে উদ্ধার করে সম্মানজনক জায়গায় শেষ করায়। শেষ মরসুমে আইএসএল-এ ইস্টবেঙ্গল সংগ্রহ করে ২৮ পয়েন্ট যা আইএসএল-এ ইস্টবেঙ্গলের সর্বোচ্চ।
মরসুমের শেষ টুর্নামেন্ট সুপার কাপে যদিও ছাপ ফেলতে পারেননি অস্কার। তাঁর কোচিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। উল্লেখ্য, ২০২৩-২৪ মরসুমে কার্লেস কয়াদ্রাত ইস্টবেঙ্গলকে সুপার কাপে চ্যাম্পিয়ন করেছিলেন। দীর্ঘ এক দশক পর লেসলি ক্লডিয়াস সরণিতে এসেছিল সর্ব ভারতীয় কোনও ট্রফি। সুপার কাপের ব্যর্থতাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব একটা গুরুত্ব যে দেয়নি তা এই চুক্তি বাড়ানোর ঘোষণা থেকেই পরিষ্কার।
অস্কারের পরামর্শ মতোই নতুন মরসুমের দল গড়ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বর্ধিত করে অস্কার ব্রুজন বলেছেন, “গত মরসুম থেকে যে শিক্ষা আমরা নিয়েছি তার উপর ভর করে নতুন মরসুমে সাফল্য আনাই থাকবে আমার একমাত্র লক্ষ্য। আমাদের সমর্থকদের মুখে হাসি ফোঁটানো হবে এই মরসুমে আমাদের প্রধান উদ্দেশ্য। ইস্টবেঙ্গলের ঐতিহ্য বহন করে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য থাকবে।”