সিএবি-র সোশ্যাল মিডিয়ায় পোস্টই হল না জগমোহন ডালমিয়া’র জন্মদিন পালনের ছবি

বাংলা তথা ভারতীয় ক্রিকেটে জগমোহন ডালমিয়া এবং প্রণব রায়ের পরিচয় নতুন করে করিয়ে দিতে লাগে না।
প্রথমজন বিসিসিআই সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেটের উন্নয়নের ভিত যেমন গড়ে দিয়েছেন তেমন আইসিসির সভাপতি হিসেবে ক্রিকেটের বানিজ্যিকরণ এবং প্রসারে অগ্রনী ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়জন, পঙ্কজ রায় বাংলা তথা ভারতের বরেণ্য ক্রিকেটার। এই দুজনের ভূমিকা শুধু বাংলার ক্রিকেটে নয় দেশের ক্রিকেটের নিরিখেও অনস্বীকার্য।

এই দুই মহারথীর জন্মদিন ছিল পর পর। ৩০ মে ছিল জগমোহন ডালমিয়ার জন্মদিন, ৩১ মে ছিল পঙ্কজ রায়ের জন্মদিন। কিন্তু অবাক করার বিষয় পঙ্কজ রায়ের জন্মদিন পালনের ছবি সিএবি’র ফেসবুক পেজে জায়গা পেলেও পোস্ট-ই করা হল না জগমোহন ডালমিয়া’র‌‌ জন্মদিন পালনের ছবি।
যেখানে সিএবির প্রাক্তন যুগ্ম সচিব তথা কোষাধক্ষ্য বিশ্বরূপ দে নিজের ফেসবুক প্রোফাইলে পরপর দু’দিনের ছবি এবং ভিডিও পোস্ট করতে পারলেন সেখানে সিএবির পেশাদার টিম কী কারণে পঙ্কজ রায়ের জন্মদিন ছবি পোস্ট করতে পারলেও জগমোহন ডালমিয়া’র ক্ষেত্রে বেমালুম ভুলে গেলেন তা‌ জানতে মন চায়।

এই ঘটনার পরই পুরো বিষয়টার সঙ্গে জুড়ে দেওয়া হয় সিএবির আসন্ন নির্বাচনের কচকচানি। সেপ্টেম্বরে সিএবি-র নির্বাচন। তার আগে এই ঘটনায় অকারণে অস্বস্তিতে পড়তে হচ্ছে সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে। সিএবির প্রত্যেকটা কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া থাকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলারের নির্দিষ্ট ডিপার্টমেন্ট নিশ্চিত ভাবে রয়েছে। ‘ইচ্ছাকৃতভাবে’ জগমোহন ডালমিয়ার জন্মদিন পালনের ছবি পোস্ট করতে যে বা যাঁরা ভুলে গেলেন তাঁদের এই আচরণ শুধু স্নেহাশিসকে অস্বস্তিতেই ফেলল না মুখ পোড়ালো সিএবির’ও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here