অবশেষে ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারে প্রথমবার অতিক্রম করেছেন ৯০ মিটারের গণ্ডি। অতীতে বারবার সেই লক্ষ্যের কাছ থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। দোহার সাফল্য তাই নিঃসন্দেহে বিশেষ। অবশ্য ৯০.২৩ মিটার জ্যাভেলিন ছুড়েও রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় তারকাকে। কারণ শেষ প্রচেষ্টায় ৯১.০৬ দূরত্ব অতিক্রম করে তাঁকে ছাপিয়ে যান জার্মানির জুলিয়ান ওয়েবার। সোনা হাতছাড়া হলেও নীরজের স্বপ্নপূরণে খুশি আসমুদ্রহিমাচল। আরও একবার দেশের মুখ উজ্জ্বল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অভিনন্দন জানালেন তাঁকে। পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি ওলিম্পিকসে জোড়া পদক জয়ী তারকা।
ভারতের প্রথম জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটারের গণ্ডি টপকান নীরজ। দুরন্ত এই সাফল্যের পরেই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছেন নীরজকে। তিনি লেখেন, ‘দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের দূরত্ব পার করার জন্য নীরজকে অনেক অভিনন্দন। ও যে কতটা নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার মধ্যে থাকে তা ফের প্রমাণ করল। গোটা দেশ নীরজের জন্য গর্বিত।’ এরপর নীরজ নিজের এক্স হ্যান্ডল থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রধামন্ত্রীকে। তিনি লেখেন, ‘আপনার বার্তা আমার অনুপ্রেরণা। চেষ্টা করব, ধারাবাহিকতা বজায় রাখার।’
দোহা ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেননি পাকিস্তানি জ্যাভেলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। সমালোচকদের মতে, নীরজের দ্বিতীয় স্থানে শেষ করার পিছনে বড় কারণ সেটাই। তবে এই ধরনের আলটপকা মন্তব্যকে ট্র্যাকের বাইরে ফেলে দিয়েছেন প্যারিস ওলিম্পিকসে সোনা জয়ী নাদিম স্বয়ং। তিনি জানিয়েছেন, ‘পরিকল্পনা মাফিক দোহায় অংশগ্রহণ করেননি। এর সঙ্গে নীরজের সাফল্য-ব্যর্থতার কোনও সম্পর্কই নেই।’