ভারতের কোচ হওয়ার কোনও পরিকল্পনা ছিল না’, দায়িত্ব পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন গম্ভীর

কখনও ভাবেননি ভারতীয় দলের কোচ হবেন। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানোর পর এই দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর। অবাক হয়ে গিয়েছিলেন।

আইপিএলে মেন্টর হিসাবে গম্ভীরের প্রথম আবির্ভাব লখনউ সুপার জায়ান্টসের হয়ে। সাংসদ হিসাবেও দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালে ডাক পান কলকাতা নাইট রাইডার্স দলে। যে দলকে অধিনায়ক হিসাবে দু’বার আইপিএল ট্রফি জিতিয়েছিলেন গম্ভীর, সেই দল তাঁকে মেন্টর হিসাবে নিয়ে আসে। আইপিএলের সাফল্য সুযোগ এনে দেয় ভারতীয় দলের কোচ হওয়ার। রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর গম্ভীরকে কোচ করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “আমি খুব দূরের জিনিস নিয়ে ভাবি না। কেকেআরের দায়িত্ব নেওয়ার সময় ভারতীয় দলের কথা আমার মাথায় ছিল না। আট বছর পর কেকেআরে গিয়েছিলাম। ভাল খেলার কথা ভাবছিলাম। কিন্তু ভাবিনি আমরা আইপিএল জিতলে আমি ভারতীয় দলের কোচ হয়ে যাব। খুব দ্রুত সব কিছু পাল্টে গিয়েছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here