নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ অক্টোবর: শীতের শহরে বসতে চলেছে সাইক্লোথনের আসর। কোল ইন্ডিয়া’র সহযোগিতায় ৯ নভেম্বর সাই পূর্বাঞ্চল থেকে শুরু হবে সাইক্লিং এবং ৭০ কিমি দৈর্ঘ্যের এই রেস সমাপ্ত হবে আইটিসি-তে।
সর্বোচ্চ দূরত্ব ৭০ কিমি হলেও এই রেস হবে মোট ৪টি বিভাগে। ৭০ কিমি ছাড়া সাইক্লিংয়ের অপর তিনটি ক্যাটাগরি হল ১০ কিমি, ২৫ কিমি এবং ৫০ কিমি। এ ছাড়াও রয়েছে ৫ কিমি দৌড়। সাইক্লোথনের এটি দ্বিতীয় সংস্করণ। এই বারই প্রথম সাইক্লোথনের আসর বসেছে কলকাতায়। প্রথম সংস্করণ আয়োজিত হয়েছিল মুম্বইয়ে।
১০ কিমি সাইক্লিং-এ থাকছে না কোনও পুরস্কার। ৭০ কিমি সাইক্লিংয়ে পুরুষদের এবং মহিলাদের বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ৩০ হাজার টাকা। দ্বিতীয় স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ২০ হাজার টাকা করে এবং তৃতীয় স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ১৫ হাজার টাকা করে।
৫০ কিমি দৌড়ে পুরুষ এবং মহিলাদের বিভাগে শীর্ষ স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ২০ হাজার টাকা। দ্বিতীয় স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ১৫ হাজার টাকা করে এবং তৃতীয় স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ১০ হাজার টাকা করে।
২৫ কিমি সাইক্লিং-এ পুরুষ এবং মহিলাদের বিভাগে শীর্ষস্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ১৫ হাজার টাকা। দুই বিভাগের দ্বিতীয় স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন ১০ হাজার টাকা করে এবং তৃতীয় স্থানে শেষ করা প্রতিযোগী পাবেন পাঁচ হাজার টাকা করে।
৭০ কিমি, ৫০ কিমি এবং ২৫ কিমি- এই তিন বিভাগের সাইক্লিং-এ পুরুষ এবং মহিলাদের বিভাগে দু’টি করে গ্রুপ রয়েছে। একটি গ্রুপে তৈরি হয়েছে ১৬ থেকে ৩৪ বছরের প্রতিযোগিতার নিয়ে এবং দ্বিতীয় গ্রুপটি তৈরি হয়েছে ৩৫ এবং তার অধিক বয়সের প্রতিযোগীদের নিয়ে।



