জয়ে সরণিতে ফিরল মালদা, শুরু থেকেই ছন্দে হারবার ডায়মন্ড

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ জুন: দুরন্ত জয় স্ম্যাশার্স মালদা’র। শুক্রবার দুপুরে তীব্র গরমের মধ্যে শাহবাজ আহমেদ’দের বিরুদ্ধে দাপট দেখাল গোটা দল। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দশে দশ পাওয়ার মতো পারফরম্যান্স করল মালদা। বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম ম্যাচটি হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরল তারা।

এ দিন ইডেনে প্রথমে বোলিং করতে নেমে তিনটি করে উইকেট নেন ঈশান পোরেল এবং অখিল। রাঢ় টাইগার্স’কে তাঁরা দু’জনই কার্যত শেষ করে দেন। একটি উইকেট নেন ব্রিজেস শর্মা। এই সুবাদে নির্ধারিত ২০ ওভারের শেষে ৭ উইকেটের বিনিময় ১৭১ রান করেন শাহবাজ আহমেদ’রা। যদিও এ দিন ব্যক্তিগত ভাবে ব্যাটে হাতে রান পাননি তিনি। মাত্র ৫ রানে আউট হন শাহবাজ। গোটা দলের ব্যর্থতার দিন ওপেনার কাজি জুনায়েদ সাইফি দুরন্ত পারফরম্যান্স করেন। ৩৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি এবং একটি ছক্কার সৌজন্যে ৫১ রান করেন সাইফি। অন্যদিকে সায়ন মন্ডল এবং গৌরব চৌহান দলের স্কোরবোর্ডে যথাক্রমে ৩৩ এবং ২৪ রান যোগ করেন। এই সুবাদে মালদার টার্গেট দাঁড়ায় ১৭২ রান।

ইডেনে ১৭২ রান চেজ করা বড় বিষয় নয়। আইপিএলের ম্যাচে বহুবার এই চেজ করা হয়েছে।গীতিময়(৪২) এবং শুভম দে(৪৩) আক্রমণাত্মক ব্যাটিং করে ইনিংস শুরু করেন। কিন্তু ৮৬ এবং ৮৮ রানে পরপর দুই ওপেনার আউট হওয়ায় বেশ খানিকটা চাপে পড়ে যায় মালদা। ১৬তম ওভারে অখিল(১) ও ঋত্বিক চট্টোপাধ্যায়(২০) আউট হন। ঋত্বিক আউট হয়ে ফেরার পর মুষলধারে বৃষ্টি নামে ইডেনে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়। এরপর ডিএলএস-এর নিয়মে ম্যাচটি ১ রানে জিতে যায় মালদা। এই সুবাদে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে পৌঁছে যায় তারা।

দিনের অপর খেলায় মুর্শিদাবাদ কিংস’কে পাঁচ উইকেটে পরাজিত করল হারবার ডায়মন্ড। বিপিএল-এ এটিই তাদের প্রথম জয়। হারবার ডায়মন্ডের হয়ে ম্যাচ উইনিং ৬১ রানের ইনিংস খেলেন চন্দ্রহাস দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here