মাঠে ফিরতে মরিয়া মাদিহ তালাল

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ১৩ জুন: গত মরসুমটা একেবারেই ভালও যায়নি ইস্টবেঙ্গলের জন্য। বিদেশিদের মধ্যে একমাত্র যদি কেউ ছন্দ থাকেন তা হলে সেটি মাদিহ তালাল। দলের মাঝমাঠে বেশ ভরসা দিচ্ছিলেন ফরাসি মিডফিল্ডার। আইএসএলের প্রথম দিকের ম্যাচগুলিতে সমর্থকরা দেখেছিলেন এই ফরাসি তারকার পায়ের ঝলক। কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি।

আইএসএলে প্রথম লেগের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে গুরুতর চোট পান মাঝমাঠের এই তারকা ফুটবলার। তা দেখে বোঝাই গেছিল বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তালালকে। পরবর্তীতে সেটাই সত্যি হয়। পুরো মরসুমের জন্য ছিটকে গিয়েছিলেন এই তারকা। তাঁর অনুপস্থিতি অনেক বড় প্রভাব ফেলে দলের মধ্যে।

গত মরসুমের কথা ভুলে এ বছর বেশ আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেই সঙ্গে তালালও মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। সেই মতো নিজেকে ফিরিয়ে আনতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন তারকা এই ফুটবলার। যা দেখে সমর্থকরা বেশ খুশি। দ্রুত ফিট হয়ে কবে তিনি মাঠে ফেরেন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here