Bengal Pro T20 League: জয় দিয়ে বিপিএল অভিযান শুরু করল মেদিনীপুর উইজার্ডস- হাওড়া ওয়ারিয়র্স

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ জুন: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলকাতা টাইগার্স’কে ৫৭ রানে পরাজিত করল মেদিনীপুর উইজার্ডস। বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৩।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৪৩/৬ রান তোলে মেদিনীপুর উইজার্ডস। মেদিনীপুরের হয়ে সর্বাধিক ৭১ রান করেন প্রিয়াংশু শ্রীবাস্তব। কলকাতার হয়ে দুটি উইকেট নেন সায়ন ঘোষ।

জবাবে ব্যাট করতে নেমে ৮৬/৮ রানে থমকে যায় কলকাতা টাইগার্সের ইনিংস। কলকাতার এই দলের মূল তারকা তাদের অধিনায়ক অভিষেক পোড়েল। দিল্লি ক্যাপিটলসের জার্সিতেও আইপিএল-এর হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না অভিষেক। মাত্র ২১ রান আসে তার ব্যাট থেকে।

এ দিন ম্যাচ শেষে অভিষেক জানান, সবে প্রথম ম্যাচ হল, দল ছন্দে ফিরবে। মেদিনীপুরের হয়ে তিন উইকেট নেন সৌম্যদীপ মণ্ডল।

দিনের অন্য খেলায় শিলিগুড়ি স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএল- এ যাত্রা শুরু করল হাওড়া ওয়ারিয়র্স। বৃহস্পতিবার চার উইকেটে শিলিগুড়িকে হারায় হাওড়া। অঙ্কুর পালের অর্ধ-শতরানের উপর ভর করে প্রথমে ব্যাটিং করে শিলিগুড়ি স্ট্রাইকার্স তোলে ১২৬/৭। জবাবে ৬ উইকেটের বিনিময়ে মাত্র ১৮ ওভারের জয়ের রান তুলে নেয় হাওড়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here