নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১১জুন: মাঝে মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে কলকাতা লিগ। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে ময়দানের ক্লাবগুলি। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। খুব তাড়াতাড়ি মাঠে নামতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানও। বুধবার থেকে আর এক প্রধান মহমেডানও নিজেদের ক্লাবের মাঠে প্রস্তুতি শুরু করে দিল।
কলকাতা লিগেও মহমেডানের কোচ থাকছেন মেহরাজউদ্দিন ওয়াডু। তবে তিনি এখনও কলকাতা এসে পৌঁছাননি। তাঁর জায়গায় কিছুদিন কোচের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ উৎপল মুখার্জী। ক্লাব ও ইনভেস্টরের নানা সমস্যার মধ্যে অবশেষে মাঠে নামল সাদা-কালো ব্রিগেড।
দলে রয়েছে গতবছরের বেশ কিছু ফুটবলার। তবে প্রথম দিনে অনুশীলনে সবাই যোগ দেননি। পরিচিত মুখদের মধ্যে এদিন ছিলেন বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য জুয়েল আহমেদ। এছাড়া আগে মহমেডান খেলে যাওয়া ও গতবছর ইস্টবেঙ্গলে খেলা হীরা মন্ডল ফিরতে চলেছেন মহমেডানে। মোহনবাগানে খেলা ফারদিন আলি মোল্লাও যোগ দিতে চলেছেন মহমেডানে। এছাড়া দলে রয়েছে রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান ও মাহীতোষ রায়। এদের সঙ্গে এখনও চুক্তি নবীকরন করেনি মহমেডানে। তবে ক্লাব কর্তারা বলছেন এরা কলকাতা লিগে মহমেডানেই খেলবেন। প্রথম দিনের অনুশীলনে বেশ চনমনে মেজাজে দেখা গেল গোটা দলকে। গতবছর কলকাতা লিগে ভাল ফল করতে পারেনি, এবছর দল ঘুরে দাঁড়াবে আশাবাদী সাদা-কালো শিবির।