নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৯ জুন: মোহনবাগান ক্লাব সবার উপরে তার উপরে কিছু নয়। সেই স্বার্থেই মিলে গেল শাসক-বিরোধী। সমঝোতা যে শুধু সময়ের অপেক্ষা ছিল তা গত কয়েকদিনেই টের পেয়েছিল ময়দান।
গত এক মাসেরও বেশি সময় দুই পক্ষের নির্বাচনী প্রচার চলছিল জোরকদমে বাংলার বিভিন্ন অংশে। বাগানে নির্বাচন হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে মিলে গেল দুই শিবির। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সৃঞ্জয় বসু ও দেবাশিস দও যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে দুই পক্ষেরই মূলকথা, যে কমিটি তৈরি হবে সেটা মোহনবাগানের হয়ে সেরা কাজই করবে। এদিন সৃঞ্জয় বসু মনোনয়ন জমা দিলেও দেবাশিস দও দেননি। ফলে সচিব হচ্ছেন সৃঞ্জয় বসু আর সভাপতি হতে চলেছেন দেবাশিস দও।
দেবাশিস দও বলেন, “মোহনবাগানের জন্য আমরা সেরা কর্মকর্তাদের দলই গঠন করব। আগামীতে যা সাফল্যের পতাকাকে এগিয়ে নিয়ে যাবে। সদস্য-সমর্থকদের অভিযোগ আমরা শুনেছি, সেগুলো সমাধানের চেষ্টা করব।”
সৃঞ্জয় বসু বলেন, “সব জায়গায় গনতন্ত্র থাকা ভালো। গনতন্ত্র না থাকলে সদস্য-সমর্থকদের সঙ্গে যোগাযোগ ঠিকমতো হয় না। আমরা সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিযোগগুলো জেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভাল করা। সেই জন্যই আমরা এক হয়েছি। নতুন যে কমিটি হবে, তা মোহনবাগান সেরা একাদশ হবে।”