হংকং ম্যাচের জন্য দল ঘোষণা মানোলোর, বাদ পড়লেন শুভাশিস

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ৬ জুন: সময়টা মোটেই ভালও যাচ্ছে না ভারতীয় ফুটবল দলের। নতুন কোচ মানোলোর অধীনে হতাশাজনক পারফরম্যান্স যেন বেড়েই চলেছে ভারতীয় দলের। গত বুধবার ফিফা আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে সুনীল ছেত্রী, আনোয়ার আলিরা। থাইল্যান্ডের বিরুদ্ধে এই হারের‌ খরা কাটতে না কাটতেই আগামী ১০ তারিখ ভারত ফের নামবে হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে।

হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৫ জনের দল ঘোষণা করেছে কোচ মানোলো মার্কুয়েজ‌। দল থেকে বাদ পড়েছেন তিন ফুটবলার। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। এছাড়া আরও দুই ফুটবলার মেহতাব সিং ও ঋত্বিক তিওয়ারি।

চোটের জন্য থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ছিলেন না শুভাশিস বসু। মনে করা হয়েছিল হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি ফিরবেন।‌ হংকংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শুভাশিস না থাকায় অবাক ভারতীয় ফুটবল মহল। অপরদিকে হংকংয়ের বিরুদ্ধে না জিততে পারলে এশিয়া কাপে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে ভারতের। ১০ই জুন হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সময় বিকেল সাড়ে পাঁচটা।

এক নজরে ২৫ জনের ঘোষিত ভারতীয় দল : 

গোলকিপার : বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং

ডিফেন্ডার : নওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশিস রাই, টেকচাম অভিষেক সিং

মিডফিল্ডার : সুরেশ সিং, নওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুষ দেব ছেত্রী, উদান্তা সিং, লালেংমাওয়াইয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়েন, ব্র্যান্ডন ফার্নান্দেস

ফরওয়ার্ড : সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here