নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৪ জুন: বিগত মরসুমের কলকাতা লিগের চ্যাম্পিয়ন এখনও ঘোষণা হয়নি। আইনি জটিলতায় বিষয়টি ঝুলে রয়েছে। তার মধ্যেই আসন্ন কলকাতা লিগের জন্য ক্লাব গুলোর প্রস্তুতি চলছে জোরকদমে। মোহনবাগান, মহামেডান মাঠে না নামলেও বুধবার থেকে মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গল। বুধবার সকালে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে মাঠে নেমে পড়ল লাল হলুদ ব্রিগেড। রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জও কয়েকদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। ২৫ জুন থেকে শুরু হতে চলেছে কলকাতা লিগ, সেদিনই হয়তো প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। প্রথম দিনের অনুশীলনে একাধিক ফুটবলার হাজির ছিলেন না। কয়েকদিনের মধ্যে তারাও দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম দিনের অনুশীলনে মাঠে উপস্থিত ছিলেন দলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো। কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন নতুন কিছু মুখ। উল্লেখযোগ্য তাদের মধ্যে বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের দুই ফুটবলার মোনোতোষ মাঝি ও বিক্রম প্রধান। প্রথম দিনে খুব বেশি কঠোর অনুশীলন করাননি কোচ অর্চিষ্মান বিশ্বাস। পুরো দলকে বেশ খোশমেজাজে দেখা গেল প্রথম দিনের অনুশীলনে। গত মরসুমে অপরাজিত থাকলেও আদালতের ওপর নির্ভর করছে গত কলকাতা লিগের ভাগ্য। সেই বিতর্ক ভুলে নতুন মরসুম জয়ের লক্ষ্যে নেমে পড়ল লাল হলুদ ব্রিগেড।