দেশ এবং ক্লাব মিলিয়ে দীর্ঘ ২১ বছরের ফুটবলজীবনে ৮০০-র বেশি গোল করেছেন তিনি। তার মধ্যে সেরা গোল কোনটি? এত দিন ধরে এই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা রাখতেন লিয়োনেল মেসি। অবশেষে নিজের পছন্দের গোল বেছে নিয়েছেন। ২০০৯ সালে বার্সেলোনার হয়ে করা একটি গোলকেই নিজের সেরা গোল বলে মনে করেন তিনি।
দেশ এবং তিন ক্লাবের হয়ে অনেক স্মরণীয় গোল রয়েছে মেসির। গত বিশ্বকাপ ফাইনালে দু’টি গোল করেছিলেন। তা সত্ত্বেও ক্লাবের হয়ে করা গোলটিই মেসির বেশি পছন্দের।
এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, “আমি এ রকম অনেক গোল করেছি যা অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ। তবু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হেডে করা আমার গোলটাই সবার আগে রাখব।”
২০০৯-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই গোলটি করেছিলেন মেসি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথমার্ধে স্যামুয়েল এটো গোল করে এগিয়ে দিয়েছিলেন বার্সেলোনাকে। দ্বিতীয়ার্ধে জ়াভির ক্রস থেকে ম্যান ইউ খেলোয়াড় রিয়ো ফার্ডিনান্ডকে টপকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।
বাকি ফুটবলারদের তুলনায় উচ্চতা কম হওয়ায় কেরিয়ারে হেডে খুব বেশি গোল নেই মেসির। সেই কারণেই এই গোলটিকে আগে রেখেছেন তিনি। এই গোল সম্পর্কে বলেছেন, “ফার্ডিনান্ড আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এমন অবস্থায় আমি লাফিয়ে হেডে গোল করতে পারি, এটা ভাবতেই পারিনি। তবে আমি অরক্ষিত ছিলাম। বল মাঝামাঝি উড়ে এসেছিল। আমি ঠিক জায়গায় হেড করে গোল করি।”