ছিন্ন ১৩ বছরের সম্পর্ক, ক্লাব বিশ্বকাপের পর রিয়াল ছাড়ছেন মদ্রিচ, শনিবার ঘরের মাঠে শেষ ম্যাচ

ফিফা ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন লুকা মদ্রিচ। সমাজমাধ্যমে জানিয়েছেন ক্লাব ছাড়ার কথা। শনিবার রিয়ালের ঘরের মাঠ স্যান্তিয়াগো বের্নাবিউয়ে শেষ ম্যাচ খেলবেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। গত ১৩ বছরে রিয়ালের হয়ে এখনও পর্যন্ত ৫৯০টি ম্যাচ খেলেছেন তিনি।

জল্পনাই সত্যি হল। আগামী মরসুমে আর রিয়ালের জার্সিতে দেখা যাবে না মদ্রিচকে। নিজেই জানালেন চূড়ান্ত সিদ্ধান্তের কথা। মদ্রিচ লিখেছেন, ‘‘সময় হয়ে গিয়েছে। এই মুহূর্তটা আসুক কখনও চাইনি। কিন্তু জীবনে সব কিছুর শুরু এবং শেষ রয়েছে। শনিবার স্যান্তিয়াগো বের্নাবিউয়ে আমার শেষ ম্যাচ খেলতে নামব। বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছিলাম। বড় কিছু করার আকাঙ্ক্ষা ছিল মনে। তার পর যা ঘটেছে, তা আমি কখনও কল্পনা করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলে আমার ফুটবল এবং ব্যক্তিগত জীবন পরিবর্তন হয়েছে।’’ মদ্রিচ আরও লিখেছেন, ‘‘এই ক’বছরে অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। অনেক কিছু ঘটেছে, যেগুলো অসম্ভব মনে হত। প্রত্যাবর্তন, ট্রফি জয়, বের্নাবিউয়ে দুর্দান্ত কিছু রাত। আমরা সব কিছু জিতেছি। এখানে ভীষণ সুখে ছিলাম। ভীষণ সুখে।’’

১৩ বছর রিয়ালের জার্সি গায়ে খেলতে পারায় ক্লাব কর্তৃপক্ষ, সতীর্থ, কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মদ্রিচ। কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবের সদস্য-সমর্থকদেরও। তিনি বলেছেন, ‘‘আপনাদের কাছ থেকে প্রচুর ভালবাসা, উৎসাহ পেয়েছি। এ সব কখনও ভুলব না। ভাঙা হৃদয়ে বিদায় নিচ্ছি। গর্ব, কৃতজ্ঞতা, সব মিলিয়ে এমন সব স্মৃতি আছে, যা কখনও ভুলতে পারব না। ক্লাব বিশ্বকাপের পর আর এই জার্সি পরে খেলব না। তবে আজীবন রিয়ালের সমর্থক থেকে যাব।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here